


খুলনা জিলা স্কুল, খুলনা
সংবাদঃ
প্রকাশের তারিখ: 2023-09-13 13:53:12
নোটিশ:
৫০ তম গ্রীষ্ম কালীন খেলাধুলার ভেনু নির্বাচিত হওয়ার কারণে ১৪/০৯/২০২৩ বৃহস্পতিবার খুলনা জিলা স্কুলের শ্রেণি কার্যক্রম বন্ধ থাকবে।
মহাপরিচালক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বাংলাদেশ, ঢাকা মহোদয়ের স্মারক নং- ৩৭.০২. ০০০০.১১২.৫৭.২২.১৫/৯২৫৮/৬৪. তারিখঃ ২৭/০৮/২০২৩ খ্রি. এবং এতদসংক্রান্ত জেলা শিক্ষা অফিসার, খুলনা মহোদয়ের ০৭/০৯/২০২৩খ্রি. তারিখের স্মারক সংখ্যাঃ জেশিঅ/খুল/স্কুঃক্রীড়া/৫০ তম গ্রীষ্ম/২০২৩/৭ ৭৯ মোতাবেক খুলনা জেলার স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষার ছাত্র-ছাত্রীদের ৫০ তম গ্রীষ্মকালীন খেলাধুলা ও সাঁতার প্রতিযোগিতা আগামী ১৪/০৯/২০২৩খ্রি. থেকে ১৬/০৯/২০২৩খ্রি. পর্যন্ত অনুষ্ঠিত হবে। এলক্ষ্যে আগামী ১৪/০৯/২০২৩ বৃহস্পতিবার খুলনা জিলা স্কুলের শ্রেণি কার্যক্রম বন্ধ থাকবে। তবে প্রাতঃ ও দিবা শাখার সকল শিক্ষক এবং কর্মচারীকে নির্ধারিত সময়ে স্কুলে উপস্থিত থেকে ক্রীড়া প্রতিযোগিতাকে সহযোগিতা করতে অনুরোধ করা হলো। -প্রধানশিক্ষক, খুলনা জিলা স্কুল, খুলনা