৩য় শ্রেণিতে ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তি
এ বিদ্যালয়ে ২০২৪ শিক্ষাবর্ষে ৩য় শ্রেণিতে ডিজিটাল লটারির মাধ্যমে নির্বাচিত শিক্ষার্থীদেরকে জানানো যাচ্ছে যে, নির্ধারিত তারিখ ও সময়ে (নোটিশ বোর্ডে দেওয়া) সাধারণ শিক্ষার্থী ও কোটায় নির্বাচিত শিক্ষার্থীকে একজন অভিভাবকসহ উপস্থিত হয়ে নি¤œলিখিত কাগজপত্র প্রদর্শন করে ভর্তি ফরম সংগ্রহ করতে হবে।
৩য় শ্রেণিতে ভর্তি ফরম সংগ্রহ:
আগামী ০৩/১২/২০২৪ খ্রি. রবিবার (সকাল 10:০০ টা থেকে দুপুর 0২.০০ টা পর্যন্ত)
সাধারণ কোটায় উত্তীর্ণ শিক্ষার্থী:
- শিক্ষার্থীর অনলাইন আবেদন ফরমের কপি
- অনলাইন ফলাফলের কপি
- শিক্ষার্থীর সম্প্রতি তোলা ০২ (দুই) কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি
- অনলাইন জন্ম নিবন্ধন সনদের মূল কপি ও ০১ (এক) প্রস্থ সত্যায়িত ফটোকপি
- পিতা ও মাতার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ০১ (এক) প্রস্থ
সংরক্ষিত কোটায় উত্তীর্ণ শিক্ষার্থী:
যাচাইবাছাই ০3/১২/২০২৩ খ্রি. সকাল 10:০০ টা।
(ক) মুক্তিযোদ্ধা কোটা: সকল কাগজপত্রের মূল সনদ ও একসেট ফটোকপি (প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত)
- শিক্ষার্থীর অনলাইন আবেদন ফরমের কপি
- অনলাইন ফলাফলের কপি
- শিক্ষার্থীর সম্প্রতি তোলা ০২ (দুই) কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি
- অনলাইন জন্ম নিবন্ধন সনদের মূল কপি ও ০১ (এক) প্রস্থ সত্যায়িত ফটোকপি
- পিতা ও মাতার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ০১ (এক) প্রস্থ
- মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় প্রদত্ত সনদের মূলকপি এবং সত্যায়িত ফটোকপি
- বীর মুক্তিযোদ্ধার নাতি/নাতনি-এর স্বপক্ষে ওয়ার্ড কাউন্সিলর/চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত সম্পর্কের সনদ
(খ) সহোদর/যমজ কোটা:
সকল কাগজপত্রের মূল সনদ ও একসেট ফটোকপি (প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত)
- শিক্ষার্থীর অনলাইন আবেদন ফরমের কপি
- অনলাইন ফলাফলের কপি
- শিক্ষার্থীর সম্প্রতি তোলা ০২ (দুই) কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি
- অনলাইন জন্ম নিবন্ধন সনদের মূল কপি ও ০১ (এক) প্রস্থ সত্যায়িত ফটোকপি
- পিতা ও মাতার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ০১ (এক) প্রস্থ
- খুলনা জিলা স্কুলে পূর্ব থেকে অধ্যয়নরত সহোদর বা যমজ ভাই এর বিষয়ে প্রতিষ্ঠান প্রধান কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্র, স্কুল আইডি কার্ডের ফটোফপি এবং তার জন্ম সনদের মূল কপি ও ০১ (এক) প্রস্থ সত্যায়িত ফটোকপি
- পিতা/মাতা কর্তৃক সহোদর বা যমজ ভাই এর বিষয়ে একটি অঙ্গীকার নামা থাকতে হবে
(গ) প্রতিবন্ধী কোটা:
সকল কাগজপত্রের মূল সনদ ও একসেট ফটোকপি (প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত)
- শিক্ষার্থীর অনলাইন আবেদন ফরমের কপি
- অনলাইন ফলাফলের কপি
- শিক্ষার্থীর সম্প্রতি তোলা ০২ (দুই) কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি
- অনলাইন জন্ম নিবন্ধন সনদের মূল কপি ও ০১ (এক) প্রস্থ সত্যায়িত ফটোকপি
- পিতা ও মাতার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ০১ (এক) প্রস্থ
- প্রতিবন্ধী কোটার স্বপক্ষে সমাজ সেবা অধিদপ্তর কর্তৃক প্রদত্ত প্রতিবন্ধী সনদের মূল কপি ও ০১ (এক) প্রস্থ সত্যায়িত ফটোকপি
(ঘ) শিক্ষা মন্ত্রণালয় ও অধীনস্থ দপ্তর/সংস্থায় কর্মরত কর্মকর্তা/কর্মচারীদের কোটা:
- শিক্ষার্থীর অনলাইন আবেদন ফরমের কপি
- অনলাইন ফলাফলের কপি
- শিক্ষার্থীর সম্প্রতি তোলা ০২ (দুই) কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি
- অনলাইন জন্ম নিবন্ধন সনদের মূল কপি ও ০১ (এক) প্রস্থ সত্যায়িত ফটোকপি
- পিতা ও মাতার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ০১ (এক) প্রস্থ
- সংশ্লিষ্ট কর্মকর্তা/ কর্মচারীর দপ্তর প্রধানের/ নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের মূল প্রত্যয়নপত্র
(ঙ) শিক্ষক-কর্মচারীদের সন্তানদের সংরক্ষিত আসন:
- অভিভাবকের আবেদনপত্র
- প্রতিষ্ঠান প্রধানের প্রত্যয়নপত্র
- শিক্ষার্থীর সম্প্রতি তোলা ০২ (দুই) কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি
- অনলাইন জন্ম নিবন্ধন সনদের মূল কপি ও ০১ (এক) প্রস্থ সত্যায়িত ফটোকপি
- পিতা ও মাতার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ০১ (এক) প্রস্থ
৩য় শ্রেণিতে ভর্তি ফরম জমা ও ভর্তি সংক্রান্ত
পূরণকৃত ভর্তি ফরম জমাঃ আগামী ০৪/১২/২০২৩ খ্রি. সোমবার।
প্রাত: ও দিবা বিভাগের সকল শিক্ষার্থীর (সাধারন এবং কোটায় নির্বাচিত) আগামী ০৪/১২/২০২৩ (সোমবার) পূরণকৃত ভর্তি ফরম সকাল 10:০০ টা থেকে দুপুর 0২.০০ টা পর্যন্ত নি¤œলিখিত কাজগপত্রসহ জমা নেওয়া হবে।
- পূরণকৃত ভর্তি ফরম। (বিদ্যালয় থেকে সরবরাহকৃত)
- পূর্বতন বিদ্যালয়ের ছাড়পত্রের মূলকপি।
- অনলাইন জন্ম নিবন্ধন সনদের সত্যায়িত ফটোকপি।
- ছাত্র ও অভিভাবকের পাসপোর্ট সাইজের ১ কপি করে রঙ্গিন ছবি সংযুক্ত পূরণকৃত তথ্য ফরম। (বিদ্যালয় থেকে সরবরাহকৃত)
- পিতা ও মাতার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি । (নিচে মোবাইল নম্বর হাতে লিখে দিতে হবে)
ভর্তির তারিখ:
০৪/১২/২০২৩ খ্রি. সোমবার সকাল 10.০০ টা হতে বেলা 0২.০০ টা পর্যন্ত। [ ভর্তির সময় শিক্ষার্থীকে অবশ্যই উপস্থিত থাকতে হবে]
ভর্তি ফিস ও অন্যান্য পাওনাদি :
- মুসলিম ছাত্র Ñ ১,২১৩/- (এক হাজার দুইশত তের) টাকা মাত্র।
- অমুসলিম ছাত্র Ñ ১,১৬৩/- (এক হাজার একশত তেষট্টি) টাকা মাত্র।
বিদ্যালয়ের ইউনিফর্ম:
প্যান্ট : লুজ ফিটিং নেভী বøু রঙের পলিয়েস্টার কাপড়ের তৈরী।
- শার্ট: সাদা ফুল শার্ট (বাম পাশে ঢাকনা বিহীন একটি সাধারণ বুক পকেট) (গ্রীষ্মকালে হাফহাতা শার্ট পরিধান করতে পারবে) শার্টের ওপর : প্রাত: বিভাগ- মেরুন সোল্ডার এবং দিবা বিভাগ- নেভী ব্লু বøু সোল্ডার
- জুতা : নেভী বøু রঙের কেডস্, সাদা মোজা।
- বেল্ট: এক ইঞ্চি চওড়া, কালো রঙের।
- চুল: মাথার চুল ছোট ও মার্জিত করে কাটা থাকবে।
- স্যুয়েটার : নেভী বøু রঙের ফুলহাতা।