খুলনা জিলা স্কুল
সংবাদঃ

৩য় শ্রেণিতে ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তি

এ বিদ্যালয়ে ২০২৪ শিক্ষাবর্ষে ৩য় শ্রেণিতে ডিজিটাল লটারির মাধ্যমে নির্বাচিত শিক্ষার্থীদেরকে জানানো যাচ্ছে যে, নির্ধারিত তারিখ ও সময়ে (নোটিশ বোর্ডে দেওয়া) সাধারণ শিক্ষার্থী ও কোটায় নির্বাচিত শিক্ষার্থীকে একজন অভিভাবকসহ উপস্থিত হয়ে নি¤œলিখিত কাগজপত্র প্রদর্শন করে ভর্তি ফরম সংগ্রহ করতে হবে।

৩য় শ্রেণিতে ভর্তি ফরম সংগ্রহ:

আগামী ০৩/১২/২০২৪ খ্রি. রবিবার (সকাল 10:০০ টা থেকে দুপুর 0২.০০ টা পর্যন্ত)

সাধারণ কোটায় উত্তীর্ণ শিক্ষার্থী:

  1. শিক্ষার্থীর অনলাইন আবেদন ফরমের কপি   
  2. অনলাইন ফলাফলের কপি
  3. শিক্ষার্থীর সম্প্রতি তোলা ০২ (দুই) কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি
  4. অনলাইন জন্ম নিবন্ধন সনদের মূল কপি ও ০১ (এক) প্রস্থ সত্যায়িত ফটোকপি
  5. পিতা ও মাতার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ০১ (এক) প্রস্থ

সংরক্ষিত কোটায় উত্তীর্ণ শিক্ষার্থী:

যাচাইবাছাই ০3/১২/২০২৩ খ্রি. সকাল 10:০০ টা।

(ক) মুক্তিযোদ্ধা কোটা: সকল কাগজপত্রের মূল সনদ ও একসেট ফটোকপি (প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত)

  1. শিক্ষার্থীর অনলাইন আবেদন ফরমের কপি
  2. অনলাইন ফলাফলের কপি
  3. শিক্ষার্থীর সম্প্রতি তোলা ০২ (দুই) কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি
  4. অনলাইন জন্ম নিবন্ধন সনদের মূল কপি ও ০১ (এক) প্রস্থ সত্যায়িত ফটোকপি
  5. পিতা ও মাতার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ০১ (এক) প্রস্থ
  6. মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় প্রদত্ত সনদের মূলকপি এবং সত্যায়িত ফটোকপি
  7. বীর মুক্তিযোদ্ধার নাতি/নাতনি-এর স্বপক্ষে ওয়ার্ড কাউন্সিলর/চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত সম্পর্কের সনদ

(খ) সহোদর/যমজ কোটা:

সকল কাগজপত্রের মূল সনদ ও একসেট ফটোকপি (প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত)

  1. শিক্ষার্থীর অনলাইন আবেদন ফরমের কপি
  2. অনলাইন ফলাফলের কপি
  3. শিক্ষার্থীর সম্প্রতি তোলা ০২ (দুই) কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি 
  4. অনলাইন জন্ম নিবন্ধন সনদের মূল কপি ও ০১ (এক) প্রস্থ সত্যায়িত ফটোকপি
  5. পিতা ও মাতার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ০১ (এক) প্রস্থ
  6. খুলনা জিলা স্কুলে পূর্ব থেকে অধ্যয়নরত সহোদর বা যমজ ভাই এর বিষয়ে প্রতিষ্ঠান প্রধান কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্র, স্কুল আইডি কার্ডের ফটোফপি এবং তার জন্ম সনদের মূল কপি ও ০১ (এক) প্রস্থ সত্যায়িত ফটোকপি
  7. পিতা/মাতা কর্তৃক সহোদর বা যমজ ভাই এর বিষয়ে একটি অঙ্গীকার নামা থাকতে হবে 

(গ) প্রতিবন্ধী কোটা:

সকল কাগজপত্রের মূল সনদ ও একসেট ফটোকপি (প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত)

  1. শিক্ষার্থীর অনলাইন আবেদন ফরমের কপি
  2. অনলাইন ফলাফলের কপি
  3. শিক্ষার্থীর সম্প্রতি তোলা ০২ (দুই) কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি
  4. অনলাইন জন্ম নিবন্ধন সনদের মূল কপি ও ০১ (এক) প্রস্থ সত্যায়িত ফটোকপি
  5. পিতা ও মাতার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ০১ (এক) প্রস্থ
  6. প্রতিবন্ধী কোটার স্বপক্ষে সমাজ সেবা অধিদপ্তর কর্তৃক প্রদত্ত প্রতিবন্ধী সনদের মূল কপি ও ০১ (এক) প্রস্থ সত্যায়িত ফটোকপি 

(ঘ) শিক্ষা মন্ত্রণালয় ও অধীনস্থ দপ্তর/সংস্থায় কর্মরত কর্মকর্তা/কর্মচারীদের কোটা:

  1. শিক্ষার্থীর অনলাইন আবেদন ফরমের কপি
  2. অনলাইন ফলাফলের কপি
  3. শিক্ষার্থীর সম্প্রতি তোলা ০২ (দুই) কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি
  4. অনলাইন জন্ম নিবন্ধন সনদের মূল কপি ও ০১ (এক) প্রস্থ সত্যায়িত ফটোকপি
  5. পিতা ও মাতার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ০১ (এক) প্রস্থ
  6. সংশ্লিষ্ট কর্মকর্তা/ কর্মচারীর দপ্তর প্রধানের/ নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের মূল প্রত্যয়নপত্র 

(ঙ) শিক্ষক-কর্মচারীদের সন্তানদের সংরক্ষিত আসন:

  1. অভিভাবকের আবেদনপত্র
  2. প্রতিষ্ঠান প্রধানের প্রত্যয়নপত্র
  3. শিক্ষার্থীর সম্প্রতি তোলা ০২ (দুই) কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি
  4. অনলাইন জন্ম নিবন্ধন সনদের মূল কপি ও ০১ (এক) প্রস্থ সত্যায়িত ফটোকপি
  5. পিতা ও মাতার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ০১ (এক) প্রস্থ

 ৩য় শ্রেণিতে ভর্তি ফরম জমা ও ভর্তি সংক্রান্ত 

পূরণকৃত ভর্তি ফরম জমাঃ আগামী ০৪/১২/২০২৩ খ্রি. সোমবার। 

প্রাত: ও দিবা বিভাগের সকল শিক্ষার্থীর (সাধারন এবং কোটায় নির্বাচিত) আগামী ০৪/১২/২০২৩ (সোমবার) পূরণকৃত ভর্তি ফরম সকাল 10:০০ টা থেকে দুপুর 0২.০০ টা পর্যন্ত নি¤œলিখিত কাজগপত্রসহ জমা নেওয়া হবে।

  1. পূরণকৃত ভর্তি ফরম। (বিদ্যালয় থেকে সরবরাহকৃত)
  2. পূর্বতন বিদ্যালয়ের ছাড়পত্রের মূলকপি। 
  3. অনলাইন জন্ম নিবন্ধন সনদের সত্যায়িত ফটোকপি।
  4. ছাত্র ও অভিভাবকের পাসপোর্ট সাইজের ১ কপি করে রঙ্গিন ছবি সংযুক্ত পূরণকৃত তথ্য ফরম। (বিদ্যালয় থেকে সরবরাহকৃত)
  5. পিতা ও মাতার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি । (নিচে মোবাইল নম্বর হাতে লিখে দিতে হবে)  

ভর্তির তারিখ:

০৪/১২/২০২৩ খ্রি. সোমবার সকাল 10.০০ টা হতে বেলা 0২.০০ টা পর্যন্ত। [ ভর্তির সময় শিক্ষার্থীকে অবশ্যই উপস্থিত থাকতে হবে]

ভর্তি ফিস ও অন্যান্য পাওনাদি :

  • মুসলিম ছাত্র Ñ ১,২১৩/- (এক হাজার দুইশত তের) টাকা মাত্র।
  • অমুসলিম ছাত্র Ñ ১,১৬৩/- (এক হাজার একশত তেষট্টি) টাকা মাত্র। 

বিদ্যালয়ের ইউনিফর্ম:

প্যান্ট : লুজ ফিটিং নেভী বøু রঙের পলিয়েস্টার কাপড়ের তৈরী। 

  1. শার্ট: সাদা ফুল শার্ট (বাম পাশে ঢাকনা বিহীন একটি সাধারণ বুক পকেট) (গ্রীষ্মকালে হাফহাতা শার্ট পরিধান করতে পারবে) শার্টের ওপর : প্রাত: বিভাগ- মেরুন সোল্ডার এবং  দিবা বিভাগ- নেভী ব্লু বøু সোল্ডার
  2. জুতা : নেভী বøু রঙের কেডস্, সাদা মোজা।
  3. বেল্ট: এক ইঞ্চি চওড়া, কালো  রঙের।
  4. চুল: মাথার চুল ছোট ও মার্জিত করে কাটা থাকবে।
  5. স্যুয়েটার : নেভী বøু রঙের ফুলহাতা।